আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়াজুড়ে ইসরাইলের বিমান হামলা অব্যাহত থাকার মধ্যেই ইসরাইলি সামরিক বাহিনী 'বিপজ্জনকভাবে' সিরিয়ার ভূমি দখল করে যাচ্ছে। অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূমি ইসরাইলের দখল করার তীব্র নিন্দা করেছ কাতার, ইরাক ও সৌদি আরব।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, দোহা মনে করে ইসরাইলি অনুপ্রবেশ 'একটি বিজ্জনক ঘটনা এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও ঐক্যের ওপর নির্লজ্জ আক্রমণ এবং সেইসাথে আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন।'
কাতার আরো জানায়, ইসরাইলের সিরিয়ার ভূমি দখল এই অঞ্চলকে আরো সহিংসতা ও উত্তেজনার দিকে ঠেলে দেবে।
গত রোববার বাশার আল-আসাদ সরকারের পতনের পরই সিরিয়ার ওপর হামলা শুরু করে ইসরাইল।
সৌদি আরবও সোমবার ইসরাইলি পদক্ষেপের তীব্র সমালোচনা করে। তারা জানায়, ইসরাইল অব্যাহতভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে, সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভূখণ্ডগত অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি অভিযানের নিন্দা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়। একইসাথে জোর দিয়ে জানায় যে গোলান মালভূমি হলো অধিকৃত আবর ভূখণ্ড।
ইরাকও একই বক্তব্য রাখে। তারা জানায়, ইসরাইল 'আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন' করেছে। সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ইরাক।
উল্লেখ্য, রোববার ইসরাইল দ্রুততার সাথে সিরিয়ার নিয়ন্ত্রিত এলাকাকে বিচ্ছিন্নকারী বাফার জোন দখল করে নেয়। সেইসাথে ওই কৌশলগত এলাকার কাছে অবস্থিত পাঁচটি গ্রামে বসবাসরত সিরিয়ানদের তাদের 'বাড়িতে অবস্থানের' নির্দেশ দেয়।
ইসরাইল ১৯৬৭ সালে গোলান মালভূমির বেশিভাগ এলাকা দখল করে নেয়। আর ১৯৮১ সালে পুরো এলাকা নিজের বলে ঘোষণা করে। ১৯৭৪ সালে সিরিয়ার সাথে যুদ্ধবিরতির পর এই বাফার জোন প্রতিষ্ঠিত হয়েছিল।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, বাশার আল-আসাদের পতনের পরপরই তিনি বাফার জোনটি দখল করার জন্য ইসরাইলি বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। সোমবার সাংবাদিকদের সাথে আলোচনার সময় নেতানিয়াহু বলেন, অধিকৃত গোলান মালভূমি 'চিরদিনের জন্য' ইসরাইলের কাছেই থাকবে।
নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ওই এলাকার ওপর ইসরাইলের দাবিকে স্বীকৃতি দেয়ার জন্য নেতানিয়াহু তাকে ধন্যবাদ জানান।
সময় জার্নাল/এলআর