সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
গুমের শিকার হওয়া ছাত্রদলের নেতাকর্মী ও সকল নাগরিকের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন করেন তারা। এসময় গুম হওয়াদের সন্ধানের দাবির পাশাপাশি শেখ হাসিনা সহ গুম-খুনের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিও জানানো হয়।
মানববন্ধনে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের সঞ্চালনায় আহবায়ক সাহেদ আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট ও ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বক্তব্য রাখেন।
সমন্বয়ক এস এম সুইট বলেন, পতিত হাসিনা সরকারে আমলে বিরোধী দলকে দমানোর অন্যতম অস্ত্র ছিলো গুম-খুন। নিরপরাধ মানুষকে গুম করে বহু মায়ের বুক খালি করেছে হাসিনা সরকার। অন্তর্বর্তী সরকারের কাছে গুম, খুনের অপরাধে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।
শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, আওয়ামী শাসনামলে ছাত্রদলের নেতাকর্মীসহ অসংখ্য নিরপরাধ নাগরিককে গুম করা হয়েছে, বিনা বিচারে হত্যা করেছে। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকেও গুম করেছে, তারা এখনো ফিরে আসেনি। আজকের মানবাধিকার দিবসে সে সকল গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবি জানাচ্ছি। আমরা চাই দেশে আর যেন কোনো মানবাধিকার লঙ্ঘন না হয়।
এমআই