ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি:
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ভেটেরিনারি অনুষদের ১৭ ও ১৮ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ৮ম ব্যাচের বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর), বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা রইল। তোমরা সঠিকভাবে সুযোগগুলো কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে। ভেটেরিনারি অনুষদের ল্যাবগুলো আরও উন্নত করা হবে।” নবীনদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের পাঁচ বছরের পড়াশোনা মনোযোগ দিয়ে করলে ভবিষ্যতে উজ্জ্বল জায়গায় পৌঁছানো সম্ভব।”
বিশেষ অতিথি কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, “জাফরুল্লাহ স্যারের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তোমরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বিদায়ী শিক্ষার্থীরা সেবা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম ধরে রাখবে।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বলেন, “বিদায়ী শিক্ষার্থীদের লক্ষ্য বড় রাখতে হবে। নিজের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রচেষ্টা থাকতে হবে।”
অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তি উপস্থাপন করেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডদল গান পরিবেশন করে। সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এমআই