বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রবীন্দ্রনাথ রায় (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার রাজারহাট ইউনিয়নের মন্ডলের বাজারের সামনে ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবীন্দ্রনাথ রায় কুড়িগ্রাম সদর বেলগাছা এলাকার মৃত টুলুরাম রায়ের ছেলে। গুরুতর আহত হয়েছেন অন্তর রায় (২১) মোটরসাইকেল আরোহী।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের (ডিএসবি) মো: সাইফুল ইসলাম।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারেজাউল করিম রেজা বলেন,হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পুলিস হাসপাতালে গিয়ে মৃত অবস্হায় একজনকে পায়।লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
তানহা আজমী