বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
এহসান রানা,ফরিদপুর প্রতিনিধি:
গণতন্ত্র ফেরাতে দলীয় প্রভাব মুক্ত রাখতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বচিত মেম্বারদের ভোটে চেয়ারম্যান সিলেক্ট হতে পারে এমনটিই ভাবছেন তারা। এখান থেকেই গণতন্ত্রের চর্চাটা শুরু হতে পারে।
বুধবার ( ১১ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী একথা বলেন।
তিনি আরো বলেন, জনপ্রশাসনে অনেক লোক নিয়োগের প্রবনাতা থেকে বের হয়ে কম লোক দিয়ে চালানো সম্ভব। আইন শৃঙ্খলা রক্ষার কাজে প্রয়োজনে পুলিশের জনবল বৃদ্ধি করার পরামর্শ দিবেন তারা।
এছাড়াও সরকারি প্রতিষ্ঠান গুলো থেকে সেবার মান বৃদ্ধিসহ জবাবদিহিতা বিষয়ে জোর দেবার কথা বলেন। আর সম্প্রতি ভারতের সাথে সম্পর্কের বিষয়ে তিনি কিছু লোকে উদ্যোশ্যের সমালোচনা করেন।
জনপ্রশাসনকে সংস্কার করতে হলে জনগনের মতামত নিতে হবে। তা না হলে সেটি শুধুমাত্র একাডেমিক হবে কিন্তু বাস্তবসম্মত হবে না।
সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদস্য সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, সদস্য ডা. সৈয়দা শাহীনা সোবহান, সদস্য ফিরোজ আহমেদ।
প্রশাসনের বিভিন্ন স্তরের নানা সংস্কারের প্রস্তাবসহ শিক্ষকদের প্রশিক্ষনের ব্যবস্থা, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, ঘুষ বাণিজ্য বন্ধ করা ও প্রশাসনের সকল স্তরে সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সামাজিক, সাস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তানহা আজমী