বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডিসেম্বরের প্রথম ১১ দিনে ডেঙ্গুতে ৪৮ জনের মৃত্যু হলো। আর চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে মৃত্যু হয়েছে ৫৩৬ জনের।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশের হাসপাতালগুলোয় দুজন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে একজন ও চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
তানহা আজমী