যশোর প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোবারক হোসাইন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার যশোর জেলা জামায়াতে ইসলামীর সম্মেলন কক্ষে আগামী ২৭ ডিসেম্বর যশোর জেলায় আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
মোবারক হোসাইন আরো বলেন, বাংলাদেশকে নিয়ে এখন গভীর ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রকে রুখে দিতে দায়িত্বশীলসহ সকল নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি দেওয়ার আহবান জানিয়েছেন। দায়িত্বশীলদের যোগ্যতা বৃদ্ধির জন্য ব্যাপকহারে স্টাডি করতে হবে।স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জনগনকে সাথে নিয়ে মানুষের জন্য কাজ করতে হবে। দায়িত্বশীল সমাবেশে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষষ মাওলানা আবু জাফর ছিদ্দিক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, প্রভাষক মনিরুল ইসলাম ও জেলার সকল শূরা সদস্যসহ প্রমূখ।
এমআই