কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডীন ও ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। আজ রবিবার (১৫ ডিসেম্বর) রাতে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুসারে ড. মুহাম্মদ হানিফ (মুরাদ), সাবেক ডীন, বিজ্ঞান অনুষদ এবং অধ্যাপক, ফলিত গণিত বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হলো।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করেন, কোষাধ্যক্ষ নিয়োগের পর থেকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২৬৭ নম্বর প্রজ্ঞাপন অনুসারে তিনি মাসিক সম্মানি প্রাপ্য হবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন তিনি। পাশাপাশি মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নিজের অনুভূতি ব্যক্ত করে নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ বলেন, " এ খুশির খবরের মাঝে শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করছি। যে স্বপ্ন নিয়ে আমরা এ দেশ ২য় বার স্বাধীন করেছি, শিক্ষার্থীরা যে স্বপ্ন দেখে নতুন বাংলাদেশ বিনির্মানে আমি সে স্বপ্ন নিয়েই এ দেশ এবং এ বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি,অন্তর্বর্তীকালীন সরকার,শিক্ষা উপদেষ্ঠার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা যে আশা নিয়ে আমাকে নতুন বাংলাদেশ বিনির্মানে দায়িত্ব দিয়েছেন তা আমি যথাযথভাবে পালন করবো, ইনশাআল্লাহ। এ বিষয়ে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি "।
এমআই