শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পরিচালকের শ্রদ্ধা নিবেদন

সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পরিচালকের শ্রদ্ধা নিবেদন

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:

মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) সকাল সাড়ে ৮টায় দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শেখ সাদেক আলীর নেতৃত্বে কলেজের উপাধ্যক্ষ, শিক্ষক, ছাত্র-ছাত্র, কর্মকর্তা-কর্মচারীগণ দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। 

এদিকে বিজয় দিবস-২০২৪ উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম নুরুজ্জামানের নেতৃত্বে হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। 

অপরদিকে মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ হাফিজুল ইসলামের নেতৃত্বে ড্যাব নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।  

এছাড়া মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজের সাধারণ ছাত্র-ছাত্রী, সন্ধানী দিনাজপুর মেডিকেল কলেজ শাখা, দিনাজপুর মেডিকেল কলেজ মেডিসিন ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত শহীদ স্মৃতিস্বম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে দিনাজপুর মেডিকেলের অধ্যক্ষ ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নেতৃত্বে মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, ছাত্র-ছাত্রী কর্মকর্তা- কর্মচারীগণ দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের করে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে। পরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল