নিজস্ব প্রতিবেদক:
ক্রাউন ইনস্টিটিউট অব বিজনেস টেকনোলজি আয়োজিত “বাংলাদেশের মহান বিজয়, আন্তর্জাতিক মানবাধিকার ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে” শীর্ষক এক মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
১৬ ডিসেম্বর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মানুষের মানবিক গুণাবলি বিকাশের মূল ভিত্তি হলো শিক্ষা, সংস্কৃতি ও মানবাধিকার। এই প্রতিষ্ঠানের কর্ণধার এবং অধ্যক্ষ দীর্ঘদিন ধরে এই বিষয়গুলোর চর্চা করে আসছেন। তারই ধারাবাহিকতায় আয়োজন করা হয় আজকের এই বিশেষ অনুষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবতাবাদী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়াজী। মানবাধিকার নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাওয়া এই ব্যক্তিত্ব তাঁর বক্তব্যে বলেন, “আমি বিচারক ছিলাম। আমার আর কিছু পাওয়ার নেই, এখন আমার দেওয়ার পালা।” এই কথাগুলো একজন সত্যিকার মানবতাবাদীর মনের গভীর থেকে আসা।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত কবি নাসির আহমেদ; নাজিম উদ্দীন আহমেদ শিশিম (সাধারণ সম্পাদক, অফিসার্স অ্যাসোসিয়েশন, জাতীয় বিশ্ববিদ্যালয়); এডভোকেট লুৎফর রহমান (সুপ্রিম কোর্ট);
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মানবাধিকার ও বৈষম্য বিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এরপর উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সবশেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এমআই