সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় ক্যাম্পাসের বটতলা থেকে মিছিল শুরু হয়। শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে সমবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ভোগান্তি ও বিড়ম্বনার বিষয় তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, 'শিক্ষার্থীদের ভোগান্তি দূরীকরণের উদ্দেশ্যে গুচ্ছ পদ্ধতি চালু হলেও এতে ভোগান্তি দূর না হয়ে বরং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে। সেশনজট বেড়েই চলছে, অধিক সংখ্যক আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম শেষ করছে। সর্বশেষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১০৩ আসন ফাঁকা রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শেষ করেছে। একটি সেশনের ভর্তি কার্যক্রম শেষ করতে যদি ৭-৮ মাস সময় নেয় তাহলে এই পদ্ধতি কিভাবে শিক্ষার্থীদের উপকারে আসবে? এর আগেরবার ১০ বার মেরিট প্রকাশ করেও আসন পূরণ করতে পারেনি। এভাবে দিন দিন বিশ্ববিদ্যালয় তার স্বকীয়তা হারিয়ে ফেলছে।
শিক্ষার্থীরা বলেন, স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখতে ইতিমধ্যে জবি, শাবিপ্রবি, খুবি সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু ইবি এখনও গুচ্ছেই রয়ে গেছে। শিক্ষার্থীদের স্বার্থেই যদি বিশ্ববিদ্যালয় কাজ করে থাকে তাহলে কেন প্রশাসন গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতে পারছে না। অনতিবিলম্বে গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা আয়োজনের দৃশ্যমান কার্যক্রম শুরু করতে হবে। প্রশাসন যদি এতে অপারগতা প্রকাশ করে তাহলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।'
এমআই