জাহিদুল ইসলাম,রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট -২০২৫। ইউনিস্যাব রাজশাহী বিভাগের আয়োজনে আগামী বছরের ১০ ও ১১ই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে এই সামিট অনুষ্ঠিত হবে।
ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ সামিটের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে গত ২ ডিসেম্বর, যা চলবে ২০২৫ সালের ২ জানুয়ারি পর্যন্ত। প্রতি দলের রেজিস্ট্রেশন ফি ২০০০ টাকা। একটি দলে দুইজন সদস্য থাকবে। ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের ফেইসবুক পেইজ অথবা ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট- ২০২৫ এর ইভেন্টে গিয়েও অংশগ্রহণকারীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। অফলাইন এবং অনলাইন দুই পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করা যাবে।
এই সামিটে দুইটি ওয়ার্কশপ, দুইটি প্যানেল ডিসকাশন, একটি প্রবলেম সলভিং এবং একটি প্রেজেন্টেশন সেশন থাকবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করতে পারবে। প্রতিটি প্যানেল থেকে একজন ইমার্জিং লিডার এবং দুইজনকে ভিশিউনারি লিডার নির্বাচন করা হবে।
দেশের ৭০ টি ক্যাম্পাসে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে ৷ ২৪ ডিসেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের পাশে ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের বুথে গিয়ে সশরীরে রেজিস্ট্রেশন করা যাবে।
তানহা আজমী