আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি হাসপাতালে ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বর নারী-শিশুসহ নিহত হয়েছে ৩৮ জন। এসময় আহত হয়েছে আরও ২০৩ জন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু ও কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় অনবরত হামলা অব্যাহত রেখেছে। অবরুদ্ধ গাজার উত্তরে আল-আহলি আরব হাসপাতালে হামলায় অন্তত ১৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে। যার মধ্যে নারী-শিশু এবং একজন ডাক্তার রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ২২ জন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
এদিকে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বর হামলায় এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানিয়েছে, গাজা-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে এ পর্যন্ত ১৩ হাজার ৫০০ জন ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সদস্য আহত হয়েছে। এর মধ্যে এক হাজার ৫০০ জন দু’বার আহত হয়েছে। আহত সৈন্যদের ৩৭ শতাংশ অঙ্গ-প্রত্যঙ্গের আঘাতে ভুগছেন, যাদের বেশিরভাগই হাড়ে আঘাত পেয়েছে। এছাড়া, প্রায় ৫ হাজার ২০০ জন মানসিক রোগে ভুগছেন।
গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
ইসরায়েলি হামলায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪৫ হাজার ৯৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক লাখ ৭ হাজার ২৪৪ জন।
অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন নিহত হয়েছে। বন্দি রয়েছে ২০০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক।
সময় জার্নাল/এলআর