নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতদের হানার পর তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভেতরে ১০ থেকে ১২ জন গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারী জিম্মি ছিলেন বলে জানা গেছে।
এর আগে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ডাকাতরা। একই সঙ্গে নিরাপদ প্রস্থানের দাবিও জানিয়েছেন তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আহ্বানে ডাকাতরা আত্মসমর্পণ করেন।
এরও আগে দুপুর ২টার দিকে ডাকাতদল ব্যাংকের ভেতরে প্রবেশ করে এবং কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে ফেলে। পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটিকে ঘেরাও করে রেখেছে এবং জিম্মিদের নিরাপদে উদ্ধারের জন্য চেষ্টা চালায়।
এমআই