মোঃ ইমরান মাহমুদ,জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি (টপ সয়েল) কাটায় দুই এক্সকেভেটর (ভেকু) মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ধরে হাজরাবাড়ী পৌরসভার ব্রাহ্মণপাড়ায় কিছু অসাধু ব্যক্তি কৃষি জমি থেকে গভীর করে ভেকু দিয়ে মাটি কেটে নিচ্ছিলেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় কৃষি জমির মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া গভীর করে ভেকু দিয়ে মাটিকাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটায় দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাকে মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তানহা আজমী