জেলা প্রতিবেদক:
নোয়াখালীর ভাসানচরের আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা ২৪ জন রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের আনোয়ারার উপকূল সাগর থেকে তাঁদের আটক করে পারকি সৈকত এলাকায় নিয়ে আসা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন রায়পুর বাতিঘর সাব–স্টেশনের সদস্যরা তাঁদের আটক করেন।
কোস্টগার্ড ও পুলিশ সূত্র জানায়, ভাসানচরের আশ্রয়শিবির থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে রোহিঙ্গাদের একটি দল আনোয়ারা উপকূলের কাছাকাছি চলে আসে। ভোরের দিকে কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন রায়পুর বাতিঘর সাব–স্টেশনের সদস্যরা নৌকাটি পারকি সৈকতের কাছে ভিড়িয়ে রোহিঙ্গাদের আটক করেন। উদ্ধার ২৪ জনের মধ্যে ১১টি শিশু, ৮ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।
জানতে চাইলে কর্ণফুলী থানার আওতাধীন বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মহসিন সরদার বলেন, আটক রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে ফেরত পাঠাবে কোস্টগার্ড।
তানহা আজমী