নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজধানীর উত্তরায় প্রাণ হারানো ৮১ জনের নাম-পরিচয় প্রকাশ করেছে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সংগঠন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। গত ৭ ডিসেম্বর শনিবার উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে সংবাদ সম্মেলনে শহীদদের তালিকা প্রকাশ ধরা হয়। এতে তাদের পরিবারের সদস্যরাও কথা বলেন। এদিকে এই মাঠে শহীদ মিনারে শহীদদের ছবিসংবলিত বিশাল ব্যানার স্থাপন করা হয়েছে।
জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের মুখপাত্র ফানতাসির মাহমুদ বলেন, ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত উত্তরায় প্রাণ হারিয়েছেন অগণিত মানুষ। সবার পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। আমরা বিভিন্ন স্তরে কাজ করে শহীদদের তালিকা তৈরি করে যাচ্ছি। এখন পর্যন্ত ২৫ শিক্ষার্থী, ১৯ চাকরিজীবী, ১০ ব্যবসায়ী, পাঁচ গাড়িচালক বা রিকশাচালক, দু’জন মসজিদের ইমাম, একজন চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষের মৃত্যুর তথ্য মিলেছে।
ফানতাসির মাহমুদ জানান, দিন হিসাব করলে সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে ৫ আগস্ট; এদিন ৪২ জন শহীদ হন। ১৯ জুলাই ২২ ও ১৮ জুলাই ২০ জন শহীদ হন। তাদের মধ্যে বয়সের হিসাবে ২১ থেকে ৩০ বছরের সবচেয়ে বেশি ২৬ জন রয়েছেন। এ ছাড়া ৩১ থেকে ৪০ বছরের ১৮ জন ও ১০ থেকে ২০ বছরের ১৭ জন রয়েছেন।
যে ৮১ জনের পরিচয় তুলে ধরা হয় তারা হলেন– জাহিদুজ্জামান তানভিন, আসিফ হাসান, শাকিল পারভেজ, জসিম, আলী হোসেন, আবদুর রউফ, মাহমুদুল হাসান রিজভী, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, ডা. সজীব সরকার, মো. সাব্বির আহমেদ, মো. তাজুল ইসলাম, রাহাত হোসাইন শরিফ, জাকারিয়া হাসান, শেখ ফাহমিন জাফর, আবদুল্লাহ আল তাহির, মোখলেসুর রহমান, মো. আলী হোসেন, নাজিম উদ্দিন, বকুল মিয়া, মো. জসিম, সামিদ হোসাইন, জুবায়ের ব্যাপারী, আলমগীর হোসাইন, সাবিদ হোসাইন, হাফেজ সাদিকুর রহমান, রেদওয়ান শরীফ রিয়াদ, জাকির হোসাইন, হাফেজ আমিনুল ইসলাম, নাঈমা সুলতানা, হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহার, সাব্বির ইসলাম সাকিব, আবু বক্কর সিদ্দিক শিবলু, ফয়সাল সরকার, জাকির হোসেন, মো. আসাদুল্লাহ, মো. জুবায়ের ব্যাপারী, মোহাম্মাদ জামাল মোল্লা, রবিউল ইসলাম, আবদুল্লাহ আল মাহিন, জাহিদুল ইসলাম, মো. আনারুল ইসলাম, মাহমুদুর রহমান খান সোহেল, আবদুস সাত্তার, নাঈম ইসলাম, সাইফুল ইসলাম, রাজু আহমেদ, মাহমুদুল হাসান, আকাশ ব্যাপারী, সাগর গাজী, জসিম, হাফেজ আব্দুন নুর, রিপন, নাজিম, ওমর নুরুল আবসার, সানজিদ হোসেন মৃধা, লাবলু মিয়া, মো. বাবুল, আব্দুন নুর, আবদুল্লাহ বিন জাহিদ, মো. রবিউল ইসলাম লিমন, ওয়াহিদ মিয়া, ফজলুল করিম, রানা তালুকদার, সামিও আমান নূর, সুজন মিয়া, জহিরুল ইসলাম শুভ, মোহাম্মাদ লিটন, শাখাওয়াত হোসাইন সাদাত, জসিম, হাফেজ মাহমুদুল হাসান মেহেদি, রুহুল আমিন, আবদুল কাদের মানিক, কবির, সাইফুল ইসলাম সেকুল, সাইফুল ইসলাম, মাসুম শেখ, আমির হোসাইন, আবু হাসানাত রনি, নাজমুল ইসলাম রাজু, জসিমউদদীন তুফান ও জাবির ইব্রাহিম। এই ৮১ জন ছাড়াও উত্তরার বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ শহীদদের ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন মর্গে পাঠিয়েছে; কিন্তু পরে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তথ্য সূত্রঃ জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স
তানহা আজমী