দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনা প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার দুপুর ১ টায় সমাধি সৌধে ফুল দিয়ে তিনি এ শ্রদ্ধা জানান।
এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে নবনিযুক্ত সেনা প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সেনা প্রধান বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন।
এসময় মেজর জেনারেল সাকিল আহমেদ (এ্যাডজুটেপ্ট জেনারেল), মেজর জেনারেল মো: খালেদ-আল-মামুন (মিলিটারি সিকিউরিটি), ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসান সেলিম (সামরিক উপদেষ্টা), ব্রিগেডিয়ার জেনারেল আফম আতিকুর রহমান (সামরিক গোয়েন্দা পরিচালক), ব্রিগেডিয়ার জেনারেল আবু নাসের মো: ইলিয়াস (ব্যাক্তিগত পরিষেবা পরিচালক)সহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এমআই