মো. আশিক মিয়া, চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চারুকলা ইনস্টিটিউটকে ক্যম্পাসে ফিরিয়ে আনতে আন্দোলন করেছে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থী এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ আন্দোলন করেন তারা।
এসময় শিক্ষার্থীদের 'চারুকলা ক্যাম্পাসে চাই', বৈষম্য মানি না মানব না' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এসময় চারুকলার ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শাহরিয়ার হাসান সোহেল বলেন, আমাদের প্রাণের দাবি চারুকলা ক্যাম্পাসে চাই। এটা শুধু আমাদের চারুকলার শিক্ষার্থীদের দাবি না, এটা পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি। আমরা চাই এই বিশাল ক্যাম্পাসে আবারও বিচরণ করতে। গত ২০১২ সালে চারুকলা শহরে স্থানান্তর হয়। এরপর থেকে আমরা বারংবার আন্দোলন করে আসছি চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য। বিগত ফ্যাসিস্ট আওয়ামিলীগের সময়েও আমাদের দাবি পূরণ হয়নি। এখন আমাদের একটাই দাবি চারুকলা ক্যাম্পাসে চাই।
২০১৯-২০ সেশনের শিক্ষার্থী নাবিলা বিনতে বোরহান বলেন, আমাদের আজকের এই আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের চারুকলাকে আবারও ক্যাম্পাসে ফেরত চাই। আমরা ক্যাম্পাসেই ক্লাস করব। আমাদেরকে অনেকদিন ধরে ঘোরানো হচ্ছে। আজকে কোনোরকম সিদ্ধান্ত না জানানো হলে আমরা অনশনে বসব।
এ বিষয়ে চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেছেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীবান্ধব হিসেবে সকল কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীরা যাতে কোনো আন্দোলনে যেতে না হয়, সে জন্য সকল প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। শিক্ষার্থীদের চাওয়া মানে আমাদেরই চাওয়া। আমরা ইতিমধ্যে ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউটকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। চারুকলার পরবর্তী একাডেমিক কমিটির মিটিংয়ে আমি থাকবো। এ সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে চবির কলা ভবনে চারুকলা ইনস্টিটিউটকে পুনরায় স্থানান্তর করা হবে। এর আগ পর্যন্ত আপনারা আমাদের সময় দিন। সর্বোচ্চ ১ এপ্রিলের মধ্যে আপনারা ইনশাআল্লাহ মূল ক্যাম্পাসে ফিরে আসবেন।
এমআই