আন্তর্জাতিক ডেস্ক:
সরকারি সূত্রের বরাতে রয়টার্স বলছে, অন্তর্বর্তী সরকারে প্রতিরক্ষামন্ত্রী পদে মুরহাফ আবু কাসরা নিয়োগ পেয়েছেন। তিনি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) জ্যেষ্ঠ নেতা। এই গোষ্ঠীর নেতৃত্বে বিদ্রোহীদের জোট হয়েছে। আর তাদের হাতে স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন হয়।
দামেস্ক থেকে আল-জাজিরার সংবাদদাতা রেসুল সেরদার বলেন, মুরহাফ আবু কাসরা ও আসাদ হাসান আল-সিবানি বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের প্রধান আহমেদ হুসাইন আল-শারার ‘অত্যন্ত ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত। তাঁদের নিয়োগের কারণে প্রশ্ন উঠেছে, এইচটিএস সিরিয়ার সরকার গড়েছে, নাকি তাদের নিজস্ব সরকার গঠন করেছে।
‘সিরিয়ার অন্তর্বর্তী সরকারে নবগঠিত ১৪ জনের নতুন মন্ত্রিসভার সবাই আহমেদ হুসাইন আল-শারার ঘনিষ্ঠ সহযোগী কিংবা বন্ধু,’ জানান রেসুল সেরদার।
সিরিয়ার শাসনভার এখন কার্যত এইচটিএসের প্রধান আহমেদ হুসাইন আল-শারার হাতে। তাঁকে দেশটির ‘ডি ফ্যাক্টো’ শাসক বলা হচ্ছে। বাশার আল-আসাদের পলায়ন ও ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সরাসরি যুক্ত আছেন। দেশটিতে জাতিসংঘের প্রতিনিধিদল ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিকদের স্বাগত জানিয়েছেন তিনি।
আল-শারা বলেছেন, দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন অর্জন করা প্রাথমিকভাবে তাঁর মনোযোগের কেন্দ্রে থাকবে। নতুন করে কোনো সংঘাতে জড়ানোর আগ্রহ তাঁর নেই।
বিদ্রোহী যোদ্ধারা ৮ ডিসেম্বর রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। পালিয়ে যান ২৪ বছর ধরে সিরিয়া শাসন করা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এর মধ্যে সর্বশেষ ১৩ বছর সিরিয়ায় গৃহযুদ্ধ চলেছে। আসাদের পতনের মধ্য দিয়ে দেশটিতে আল-আসাদ পরিবারের টানা ৫৩ বছরের শাসনামলের অবসান ঘটে।
তানহা আজমী