মোঃ এমদাদ উল্যাহ,কুমিল্লা প্রতিনিধি:
সারা বিশ্বে বসবাসকারী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জাতীয়তাবাদী দলের সকলকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ‘বিএনপি ওয়ার্ল্ড ফোরাম অফ চৌদ্দগ্রাম এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে যাকে নমিনেশন দিবে এই কমিটি তার পক্ষে কাজ ও সার্বিক সহযোগিতা করবে।
এ উপলক্ষে শনিবার রাতে জুম মিটিংয়ে সারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন; আহবায়ক গুণবতী ইউনিয়নের আমেরিকা প্রবাসী মোঃ কামরুল হাসান, যুগ্ম আহবায়ক চিওড়া ইউনিয়নের আমেরিকা প্রবাসী কাজী এম রহমান, সদস্য সচিব শুভপুর ইউনিয়নের ইংল্যঠহু প্রবাসী মোঃ আরিফ মজুমদার, সদস্য চৌদ্দগ্রাম পৌরসভার আমেরিকা প্রবাসী একে আজাদ পাটোয়ারী,গুণবতী ইউনিয়নের তুরস্ক প্রবাসী শামিম চৌধুরীসহ প্রমুখ। চৌদ্দগ্রামের আরো যারা প্রবাসে রয়েছেন তাদেরকে নিয়ে নব্বই দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
তানহা আজমী