সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীর তিন জায়গায় সড়ক অবরোধ, তীব্র যানজট

রোববার, ডিসেম্বর ২২, ২০২৪
রাজধানীর তিন জায়গায় সড়ক অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিনিধি:

বিভিন্ন দাবিতে আজ রোববার ২২ ডিসেম্বর,  রাজধানীর শাহবাগ, কাকরাইল ও বনানী-কাকলী মোড়ে সড়ক অবরোধ করেছে বিভিন্ন সংগঠন। এতে এসব সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীজুড়ে ছিল তীব্র যানজট।

আজ সোয়া চার ঘণ্টা ঢাকার ব্যস্ততম মোড়গুলোর একটি শাহবাগ মোড় অবরোধ করেন ট্রেইনি চিকিৎসকেরা। কাকরাইল মসজিদের মোড়ের সড়ক আটকে এক ঘণ্টা অনশন করেন ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া বনানী-কাকলী মোড়ে সড়ক অবরোধ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিভিন্ন সড়কে অবরোধ থাকায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গণপরিবহনগুলো দীর্ঘ সময় ধরে এক জায়গায় আটকে ছিল।

শাহবাগে অবরোধ
বেতন ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার এক দফা দাবিতে আজ বেলা একটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা।

এর আগে শনিবারের মধ্যে বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশ না করা হলে দেশের প্রায় ১৩ হাজার পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয়। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রজ্ঞাপন না হওয়ায় আজ ট্রেইনি চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন। তাদেরই একটি অংশ শাহবাগ অবরোধ করে।

অবরোধে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ ছিল। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। গণপরিবহনগুলো ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে ছিল।

কাকরাইলে অনশন
দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে সাড়ে তিন ঘণ্টা অনশন করে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন।

দাবি আদায়ে বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। কাকরাইল মসজিদের মোড়ে পুলিশ মিছিলটি আটকে দেয়। পরে সেখানে রাস্তার পাশে অনশন শুরু করেন তাঁরা। বেলা সাড়ে তিনটার দিকে রাস্তার পাশ থেকে কাকরাইল মসজিদ মোড়ের সড়কে বসে পড়েন মঞ্চের নেতা-কর্মীরা।

এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ৪টা ৪০ মিনিটে অনশনস্থলে আসেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২ সজীব এম খায়রুল ইসলাম। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহত রেহানের বোনের মাধ্যমে দাবিসংবলিত স্মারকলিপি তাঁর হাতে তুলে দেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।

প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের অবরোধ
স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ বেশ কয়েকটি দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো রাজধানীর বনানী-কাকলী মোড়ে সড়ক অবরোধ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশ জানায়, বিকেল ৩টা ১০ মিনিটে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল সরওয়ার প্রথম আলোকে জানান, বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

তানহা আজমী


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল