খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) আইন ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী নুর আমিন (সরল)-এর বাবা ফুসফুস ক্যান্সার (Bronchogenic Carcinoma)-এ আক্রান্ত। তার ক্যান্সার বর্তমানে স্টেজ ৩-(B) পর্যায়ে রয়েছে। রোগটি শনাক্ত হওয়ার পর থেকে প্রতি ২১ দিন পর পর কেমোথেরাপি দেয়া হচ্ছিল। কেমোথেরাপি সেশনের পর আগামী জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে রেডিওথেরাপি সেশন। প্রতিটি রেডিওথেরাপির জন্য খরচ হবে ১,৭০০০০ টাকা।
তার সহপাঠী হাসনাইন মাহমুদ বলেন, “আমরা বন্ধুরা মিলে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করছি, তবে চিকিৎসার খরচ অনেক বেশি হওয়ায় সবার সহযোগিতা খুবই প্রয়োজন। আপনারা যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিন।”
ডাক্তারের পূর্বানুমান অনুযায়ী, পুরো চিকিৎসা সম্পন্ন করতে প্রায় ১০-১২ লক্ষ টাকা প্রয়োজন হবে। ইতিমধ্যে নুর আমিনের পরিবার চিকিৎসার খরচ মেটাতে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নুর আমিন তার বাবার চিকিৎসার জন্য সকলের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।
নুর আমিনের বাবার চিকিৎসায় যারা সাহায্য করতে চান, তারা নিচের নাম্বারগুলোতে বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংকের মাধ্যমে সহায়তা পাঠাতে পারেন।
বিকাশ: ০১৭৫৯৫৭৩৬৬১
নগদ: ০১৭৫৯৫৭৩৬৬১
রকেট: ০১৭৬১৬০২৯০৪৯
ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্ট: ১১৫১০৫০০৩০০৪
আপনার সামান্য সহায়তা একজন বাবার জীবন রক্ষায় ভূমিকা রাখতে পারে। সাহায্যের হাত বাড়িয়ে দিন।
এমআই