কামরুল ইসলাম সজল, শেকৃবি প্রতিনিধি: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল এর উদ্যোগে তরুণ শিক্ষকদের জন্য “ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইট (আইপিআর)” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন রোজ শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিসির সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয় ৷ এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬৭ জন তরুণ শিক্ষক অংশগ্রহণ করেন।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান।
কর্মশালায় বক্তারা মেধাসত্ব অধিকারের বিভিন্ন বিষয় নিয়ে তরুণ শিক্ষকেদর অবহিত করেন। কিছু উদ্ভাবন করলে তার মেধাসত্ত্ব পেতে কি কি পদ্ধতি ও কৌশল অবলম্বন করতে হবে, কোন কোন বিষয়ে গোপনীয়তা অবলম্বন করতে হবে সেসব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ ছাড়া শিক্ষা ও গবেষণার সাথে বাণিজ্যের সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়। এ সময় উপাচার্য শিক্ষা ও গবেষণাকে বাণিজ্যের সাথে সম্পৃক্ত করার প্রতি জোর দেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, আমরা চাই বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের অংশগ্রহণ বৃদ্ধি পাক। আমাদের গবেষণাও সেই মাত্রায় হোক এবং এখান থেকেই যেন আমরা নতুন প্রযুক্তি আবিষ্কার করতে পারি। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এবং দেশ ও জাতির জন্য অনেক বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করি।
সময় জার্নাল/এমআই