এহসান রানা, ফরিদপুর:
মেঘনা নদীর চাঁদপুরের হাইমচরে এমভি আল বাখেরা থেকে উদ্ধার করার সাত লাশের মধ্যে একজন ফরিদপুরের জুয়াইড় মোড় এলাকার কিবরিয়া স্বপন। এদিকে ওই জাহাজে থাকা কিবরিয়া স্বপনের ভাগ্নে সবুজ সেখ ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন। সবুজের পরিবার জানান, নিহতদের পরিচয় পাওয়া ৬ জনের মধ্যে সবুজের নাম নেই।
চট্টগ্রাম থেকে ছেড়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে আসা জাহাজটিতে মাস্টার পদে কর্মরত ছিলেন কিবরিয়া বিশ্বাস। রোববার দিবাগত রাত আটটার দিকে সর্বশেষ পরিবারের সাথে কথা হয় কিবরিয়ার। সিরাজগঞ্জে জাহাজ নোঙ্গর করে বাড়ি চলে আসতে চেয়েছিলেন তিনি।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, রোববার দুপুরের পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিহতের খবর জানতে পারেন পরিবার।
এদিকে ওই জাহাজে থাকা কিবরিয়ার ভাগ্নে শেখ সবুজও ছিলেন। নিহত ছয়জনের পরিচয় নিশ্চিত হলেও তার মধ্যে সবুজের নাম নেই। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি ও সবুজ নয়। তাই সবুজের সন্ধান চান তার পরিবার।
এমআই