বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে নিহত ২, পাঁচ শতাধিক স্থাপনা পুড়ে ছাই

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে নিহত ২, পাঁচ শতাধিক স্থাপনা পুড়ে ছাই

জেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আগুনে রোহিঙ্গা বসতি ও এনজিও অফিসসহ পাঁচ শতাধিক স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। 


নিহতরা হলেন, কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ এর বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে বোরহান উদ্দিন (৬) এবং একই ক্যাম্পের বাসিন্দা আবুল খায়ের (৬৩)। 


এর আগে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে কুতুপালংয়ের লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লক থেকে আগুনের সূত্রপাত হয়। বিকেল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল