বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফুলবাড়ী থানার এসআই মোঃ শাহানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম চন্দ্রখানা গ্রামে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী-কদমতলা সড়কে রবিউলের বাড়ির সামনে থেকে হাবিবুর রহমান বাবু (২২) নামের এক অটোগাড়ী চালককে আটক করা হয়।
তল্লাশির সময় বাবুর চালিত অটোগাড়ীর ব্যাটারী রাখার স্থানে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। আটক হাবিবুর রহমান উপজেলার কৃষ্ণানন্দ বকশি গ্রামের মৃত বজলে রহমানের ছেলে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, মাদক নির্মূলে ফুলবাড়ী থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও অটোগাড়ীসহ হাবিবুর রহমানকে আটক করা হয়।ওসি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআই