জেলা প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আগুনে রোহিঙ্গা বসতি ও এনজিও অফিসসহ পাঁচ শতাধিক স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ এর বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে বোরহান উদ্দিন (৬) এবং একই ক্যাম্পের বাসিন্দা আবুল খায়ের (৬৩)।
এর আগে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে কুতুপালংয়ের লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লক থেকে আগুনের সূত্রপাত হয়। বিকেল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এমআই