বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলার পানি উন্নয়ন বোর্ড (পরিত্যাক্ত) অফিস মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলার কমিটি ঘোষনা করা হয়। ২০২৫-২৬ বছরের কমিটির সভাপতি হিসাবে মঞ্জুরুল ইসলাম রতনকে শপথ বাক্য পাঠ করার মাধ্যমে দায়িত্ব দেয়া হয়। সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রতনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক প্রভাষক মনিরুজ্জামান জুয়েল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ উপজেলা আমীর আব্দুর রশিদ শাহ,সেক্রেটারি ফেরদৌস আলম,সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম ও শিব্বির আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে মন মাতানো ইসলামী সংগীত পরিবেশন করেন কিশোর সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি শহীদুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দেয়ার কথা বলেছেন মুহাম্মাদুর রাসূল (সাঃ)। তিনি বলেন আজ শ্রমিকরা বৈষম্যের শিকার প্রতিটি দপ্তরে। দেশের বাতিল শক্তি শ্রমিকদেরকে ব্যবহার করে তাদের পকেট ভারি করছে। আর শ্রমিকরা তাদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। আজ আমাদের দীপ্ত শপথ গ্রহন করতে হবে, আগামীতে যেন আর কোন শ্রমিককে বাতিল শক্তির রোষানলে পড়তে না হয়।
এমআই