জাকারিয়া শেখ , ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় আজ একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(১) ধারা লঙ্ঘনের অভিযোগে তিনটি ইটভাটাকে সর্বমোট তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
জানাযায়, ভুরুঙ্গামারীর আইকুমারী এলাকার মেসার্স টি এম এইচ ব্রিকস, পাইকেরছড়ার মেসার্স মুন ট্রেডার্স, এবং গছিডাঙ্গার মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করে তা ইট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করছে। পরিবেশ ও কৃষির জন্য ক্ষতিকর এই কার্যক্রমের দায়ে প্রত্যেক ভাটাকে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি, ভবিষ্যতে কৃষিজমির মাটি ইট তৈরির কাজে ব্যবহার না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন ভুরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুল ইসলাম। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এ সময় সাধারণ জনগণের মাঝে পরিবেশ সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, পরিবেশ ও কৃষি সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এমন কার্যক্রমে সাধারণ মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন তারা।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষিজমির টেকসই ব্যবস্থাপনায় প্রশাসনের এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে প্রশংসিত হয়েছে।
এমআই