মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

বাগেরহাটে সরকারি খাল অবমুক্ত করার দাবিতে গণস্বাক্ষর ও মানববন্ধন

বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
বাগেরহাটে সরকারি খাল অবমুক্ত করার দাবিতে গণস্বাক্ষর ও মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে সরকারি খাল অবমুক্ত করার দাবিতে গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে ষাটগম্বুজ ইউনিয়নের পশ্চিমডাঙ্গা এলাকার সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখর অন্যতম শুরা সদস্য মনজুরুল হক রাহাত, ষাটগম্বুজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাসেল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রজ্জব আলী আকুনজি, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী নিরোধ বিহারী মৃধা, মোজাম শেখ, পিযূষ কুমার নাগ, বাবু সত্যরঞ্জন, যুব প্রতিনিধি অর্ণব মিস্ত্রি, শেখ ইমরান, ইশিতা দেবনাথ প্রমুখ।

ষাটগম্বুজ ইউনিয়ন খাজা খানজাহান আলীর স্মৃতিবিজড়িত একটি ঐতিহ্যবাহী এলাকা। একসময় এখানে প্রচুর ধানসহ নানা ফসল উৎপাদিত হতো। কৃষি ও সুপেয় পানির জন্য খানজাহান আলী (র.) এ অঞ্চলে বহু খাল ও বিল খনন করেছিলেন। তবে সময়ের বিবর্তনে এসব সরকারি খাল দখল করে চিংড়ি চাষ শুরু হয়েছে। কিছু অসাধু চিংড়ি ব্যাবসায়ীর ছত্রছায়ায় কিছু অসাধু ব্যক্তি নিয়মিতভাবে খাল দখল করে মাছ চাষ করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

ইউপি সদস্য মোঃ রাসেল বলেন, “ষাটগম্বুজ ইউনিয়নের প্রায় সব খাল, বিশেষ করে খোন্তাাকাটা, শাতকুলি, গোদাড়া, নদখালীসহ বহু খাল দখল হয়ে গেছে। এসব খাল অবমুক্ত করা গেলে আবারও ফসল উৎপাদনে সমৃদ্ধ হবে আমাদের এলাকা।”
জামায়াত নেতা মনজুরুল হক রাহাত বলেন, আমরা জানি দির্ঘদিন কিছু অসাধু মানুষ আমাদের এই এলঅকার সরকারী খালগুলো দখল করে মাছ চাষ করে আসছে। আজ আমি যুবদের সাথে এই খালগুলো দখলমুক্ত করতে একমত পোষন করছি। আমরা জানি ৫ ই আগষ্টের পর সাধারন মানুষ তার নিজ নিজ নিজ অধিকার বুঝে পাচ্ছে তারই ধারাবাহিকতায় আজ আমরা একমত হয়ে এই সরকারী খাল অবমুক্ত করতে চাই। এগুলো অবমুক্ত হলে আমাদের এই এলাকার হাজার হাজার মানুষ মাছের সাথে অন্যন্য ফসল উৎপাদন করতে পারবে।

রাইজিং স্টার যুব দলের সদস্য শেখ ইমরান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে খাল অবমুক্ত করার চেষ্টা করছি। এবার এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করছে। যদি খালগুলো দখলমুক্ত করা যায়, তবে পানির প্রবাহ নিশ্চিত হবে এবং কৃষি উৎপাদন বাড়বে।”

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী দ্রুত সরকারি উদ্যোগের মাধ্যমে খাল অবমুক্ত করার দাবি জানান।#

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল