বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধা, গুণীজনদের সংবর্ধনা ও কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন, কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসান মজুমদার।
বীরমুক্তিযোদ্ধা শফিকুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহ আলম খোকনের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক মোল্লা বাদলের পরিচালনায় কনকাপৈত বাজারস্থ মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা মু. ইব্রাহিম, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, কনকাপৈত ইউনিয়ন জামায়াত নেতা মাওলানা মফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ১২জন মুক্তিযোদ্ধা, ২০ গুণীজনকে সংবর্ধনা এবং কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৩৫ হাফেজকে ক্রেষ্ট ও উপহার সামগ্রী দেয়া হয়। সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এমআই