বুধবার, ০১ জানুয়ারী ২০২৫

দিনাজপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

রোববার, ডিসেম্বর ২৯, ২০২৪
দিনাজপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: 

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের এক চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন ও হাসপাতালের পরিচালক এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে চিকিৎসারা।

রবিবার (২৯ ডিসেম্বর ২০২৪) দুপুর সোয়া ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত  দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে।

 অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক (অব.) ডাঃ জাহানারা মুন্নী, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান ডাঃ শাহাব আহমেদ, গাইনি বিভাগের সহযোগিতা অধ্যাপক ডাঃ ইশরাত জাহান প্রমূখ। 

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আমরা হাসপাতালে ভর্তিকৃত রোগিদের আন্তরিকতার সাথে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদান করি। কিন্তু রোগির স্বজনদের দ্বারা চিকিৎসকদের হামলা এটা কোন অবস্থাতেই কাম্য নেয়। আমরা এর স্থায়িত্ব সমাধান চাই। বক্তারা এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

অবস্থান কর্মসূচি পালন শেষে ৬ দফা দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কলেজের অধ্যক্ষ বরাবর সারেক লিপি প্রদান করেন। তাদের ৬ দফা দাবি হলো-সমগ্র হাসপাতালের নিরাপত্তায় পর্যাপ্ত পরিমাণে আনসার মোতায়েন এবং তাদের সরব উপস্থিতি ও যথাযথ দায়িত্ব পালন নিশ্চিত করা, হাসপাতালে সার্বক্ষণিক সক্রিয় পুলিশ সেবা নিশ্চিতকরণ, ওটি কমপ্লেক্সের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সার্বক্ষণিক সিসিটিভি সার্ভিলেন্স ও এটেনডেন্ট এ্যকসেস সীমিত করা, ওয়ার্ডে রোগির এটেনডেন্ট সংখ্যা ও ভিজিটিং আওয়ার কঠোরভাবে মনিটরিংয়ের ব্যবস্থা করা, পরবর্তিতে সবধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে হাসপাতাল প্রশাসন কর্তৃক সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহনের লিখিত অঙ্গীকার ও সাম্প্রতিক ঘটনায় জড়িত অপরাধীর জনসম্মুখে ক্ষমা প্রার্থনা ও আইনগত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
দ্রুত এসব দাবি বাস্তবায়ন না করলে পরবর্তিতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুশিয়ারি দেন চিকিৎসকরা।

অবস্থান কর্মসূচিতে হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ আহসান আলী সরকার বকুল, সার্জারি বিভাগের ডাঃ মোঃ রবিউল আলমসহ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন।

গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের একজন সরকারি অধ্যাপকের উপর এক রোগির স্বজন অতর্কিতভাবে হামলা করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তারই প্রতিবাদে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের চিকিৎসকবৃন্দ এই পালন করে। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল