নব্য স্বাধীনতা
কথা দিয়ে কথা না রাখার নাম স্বাধীনতা
কথা আদায় করে কথা ফিরিয়ে দেয়ার নাম স্বাধীনতা
মানুষকে পেট পুরে খাইয়ে মেরে ফেলবার নাম স্বাধীনতা
আন্দোলন আর যুদ্ধকে গুলিয়ে ফেলবার নাম স্বাধীনতা!!!
একাত্তরের স্বাধীনতার যুদ্ধ কি তাহলে গন্ডগোলের গল্প!
আর দুহাজার চব্বিশ কি তাহলে স্বাধীনতার যুদ্ধ!!!!
জীবন সায়াহ্নে এসে সব গুলিয়ে গেলো
হয় আমি বিকৃত অপ্রকৃতস্থ মানসিকতার মানুষ
আর নাহয় আমার চারিদিকে স্বপ্নের নতুন প্রজন্মের ঘাড়ে চেপেছে বিকৃত বিকলাঙ্গ অপ্রকৃতস্থ মনন...!
মনে রাখতে হবে যত কালো ছায়াই আসুক
সামলে নিতে হবে যখন তখন যে কোন পরিস্থিতি
বাংলার প্রতিটি ঘরে এখন প্রতিটি বাঙালি জাগ্রত
স্বৈরাচার বিদায়ের পর কোন নতুন স্বৈরাচার ঘরে তুলবে না..
ধান্দার রাজনীতির কবর হয়েছে শত শত তরুণ প্রাণের সাথে
তাই বলি, জাগো বাঙালি জাগো
জাগ্রত থাকো জীবনভর
এ জাতি শুধরাবার না....
আজ নতুন স্বাধীনতা বলাও কালো ছায়ার নতুন খেলা
ওগো তরুণ প্রাণ...
বুদ্ধি, চেতনা, বিবেক চোখ মুখ খোলা রাখো, রাখো কান
কারোর ঘাড়ে সাওয়ার হয়ো না
কাউকে সাওয়ার হতে দিয়ো না..
তবেই হবে তারুণ্যের জয়
সাথে পাবে নির্ভীক বাবা মা সারাদেশেময়।
এমআই