মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে শহর ছনকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র আফিফ (১৫) ও দশম শ্রেনির ছাত্র রাহি (১৬)। বাকি একজন ঢাকার পিপারেটরী স্কুলের নবম শ্রেণির ছাত্র রওশন (১৫)। নিহত তিনজনই মামাতো, ফুপাতো ভাই।
নিহতের স্বজনেরা জানান- বছর শেষে স্কুলের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে আসে রওশন। দুপুরে দুই মামাতো ভাই আফিফ ও রাহিসহ স্থানীয় বন্ধুদের নিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলতে যায় তারা। খেলা শেষে নদে গোসল করতে নামলে পানিতে ডুবে যায় ৫জন। স্থানীয়রা দুইজনকে৷ জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকে তিন জন। পরে ফায়ার সার্ভিস এসে ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে তিন জনের মরদেহ উদ্ধার করে।
স্বজনদের অভিযোগ- ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি চক্র। ড্রেজার মেশিনের দ্বারা সৃষ্ট হওয়া গর্তে ডুবেই মারা গেছে তিন ভাই।
জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার সিদ্দিকুর রহমান বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে এসে ডুবুরি নামিয়ে দেওয়া হয়৷ পরে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে পরপর তিনটি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জামালপুর সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি বলেন, ঘটনা তদন্তে কমিটি গঠনসহ শোকাহত স্বজনদের সহায়তা করা হবে।
একই বাড়িতে তিন ভাইয়ের মৃত্যুর ঘটনায় পুরো এলাকা জুড়ে চলছে শোকের মাতম।
এমআই