এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জিউধরা ইউনিয়নে সড়কের পাসে সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ঘেরের ভেড়িবাধ দিয়েছে একটি মহল। এতে সরকারি কার্পেটিং রাস্তারও ব্যাপক ক্ষতি হয়েছে।
রবিবার বিকেলে জিউধরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ভাইজোড়া গ্রামে হাসেম সরকারের বাড়ির সামনে একটি ঘেরের পাসেই সরকারি সড়কের পাশে আকাশ মনি, বাবলা, রেন্টি সহ বিভিন্ন সরকারি গাছ ভেকু মেশিন দিয়ে কেটে ঘেরর ভেড়িবাধ দেওয়ার চেষ্টা করছে একটি কুচক্রি মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভাইজোড়া গ্রামের একাধিক ব্যক্তি বলেন, একটি মহল মৎস্য ঘের করছেন ব্যক্তিস্বার্থে কাউকে কিছু না জানিয়ে সড়কের পাশে সরকারি বনায়নের বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করেছে। আমরা তদন্ত পূর্বক প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডে ইউপি সদস্য মো. শহিদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি
এমআই