বুধবার, জানুয়ারী ১, ২০২৫
জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বেড়েছে। তীব্র শীতে অসহনীয় হয়ে ওঠেছে মানুষের জীবনযাত্রা। তবে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষ।
বুধবার (১ জানুয়ারি) সকাল ৯ টায় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়ার পর্যবেক্ষণ কেন্দ্র তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। গত মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
অন্য দিনের থেকে আজকে বেশি ঘন কুয়াশায় ভরপুর পুরো এলাকা। এরই মধ্যে পঞ্চগড় জেলা জুড়ে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসছেন অনেকেই। তবে চাহিদার তুলনায় তা অপ্রতুল। শীত থেকে বাঁচতে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ।
তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বাসিন্দা মর্জিনা জানান, শীতের কারণে কাজে যেতে পারছেন না। গরম কাপড়ও নেই। গত কয়েক দিন থেকে ৯ টার পরে সূর্যের দেখা মেলে। তবে আজকে এখনো ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি।
বিজ্ঞাপন
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, মূলত ঘন কুয়াশা এবং হিমেল বাতাসের কারণেই তেঁতুলিয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আবারও তীব্র ঠান্ডা পড়ার আশঙ্কা রয়েছে।
সময় জার্নাল/এলআর