বুধবার, জানুয়ারী ১, ২০২৫
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সারাদেশের মতো কুড়িগ্রামের ফুলবাড়ীতেও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, পথসভা এবং কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করে ফুলবাড়ী উপজেলা শাখা ছাত্রদল।
সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে একটি শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফুলবাড়ী কাচারিমাঠ প্রাঙ্গণে এসে শেষ হয় এবং সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক এস এম বাবুল এবং ছাত্রদলের সাবেক সভাপতি মাহাফুজার রহমান মাছুম।
বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে হলে সুশিক্ষা অর্জনের বিকল্প নেই।" তারা আরও বলেন, "মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।"
এমআই