মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে হানিফ কোচের ধাক্কায় সৌরভ হেমব্রন (৪০) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৪) দুপুর আড়াইটার দিকে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চুনিয়াপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোরভ হেমব্রন সদর উপজেলার কসবা এলাকার মৃত গনক হেমব্রনের ছেলে।
এ ঘটনায় আহত দুইজন হলেন-সদর উপজেলার কসবা এলাকার সাইফুল ইসলামের ছেলে ও মোঃ তাজিম উদ্দিন (৪০), একই এলাকার আবুল কাশেমের ছেলে। আহত জনির অবস্থা আশংঙ্কজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, ঢাকা হতে দিনাজপুরগামী হানিফ এন্টারপ্রািইজের একটি যাত্রিবাহি কোচ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছলে ইজিবাইকটিকে পিছন থেকর ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালকসহ দুই যাত্রি আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকের চালক সৌরভকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান জানান, নিহত সৌরভের সুরতহাল রিপৌর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
এমআই