মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

শীতে জুবুথুবু দেশ, দ্রুতই মিলছে না স্বস্তি

শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
শীতে জুবুথুবু দেশ, দ্রুতই মিলছে না স্বস্তি

জেলা প্রতিনিধি:

দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা গড়িয়ে দুপুর হলেও দেখা মিলছে না সূর্যের। দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে তাপমাত্রা হঠাৎ ৮ ডিগ্রিতে নেমেছে। ফলে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে এ শীতের মধ্যে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষরা।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ৩ জানুয়ারি অপেক্ষাকৃত বেশি কুয়াশা থাকার আশঙ্কা রয়েছে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলাগুলোতে।

এ সকল বিভাগের জেলাগুলোতে দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। সবচেয়ে ঘন কুয়াশার আশঙ্কা রয়েছে ময়মনিসংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপরে।

হালকা থেকে মাঝারি মানের কুয়াশার উপস্থিতির আশঙ্কা করা হচ্ছে দেশের অন্য ৫টি বিভাগের জেলাগুলোর ওপরে। এই ৫টি বিভাগের জেলাগুলোতে সকাল ১০টা থেকে ১২টার মধ্যে সূর্যের আলো দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৩ ডিসেম্বর এ জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন বিকেলে পর থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরে হিমেল হাওয়া এ জেলার উপর দিয়ে বয়ে যায়। হিমেল হাওয়ার সঙ্গে হালকা কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো শীত অনুভূত হয়।

এতে সকালে কাজে বের হওয়া নিম্ন এ দিনমজুর, কৃষি, পাথর ও চা শ্রমিকসহ সাধারণ মানুষরা পড়েন চরম বিপাকে।

এছাড়া আবহাওয়া পরিবর্তনের কারণে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ শীত জনিত রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে জেলা শহরে ভ্যানচালক নজরুল ইসলাম বলেন, শীতের কারণে ভ্যান চালানো যাচ্ছে না। আমাদের আয় কমেছে। শীতের কাপড়ের অভাবে অনেক কষ্টে জীবন যাপন করতে হচ্ছে।

একই কথা বলেন জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকার পাথর শ্রমিক মালেকা বানু, শীতের কারণে আমরা কাজকর্ম করতে পারছি না। আমার জীবনে কষ্ট হচ্ছে। সরকারি কিংবা বেসরকারিভাবে কোন সহযোগিতা আমরা পাই না। এই শীতের মধ্যে যদি একটু শীত বস্তু পেতাম তাহলে অনেক উপকার হত আমাদের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ শুক্রবার সকাল ছয়টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্নের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ১৩ ডিসেম্বর এ জেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে আরও শীত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল