মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে খাদ্যপন্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রন, মুল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তির্ন পণ্য বিক্রির দায়ে ৬টি প্রতিষ্ঠানকে সাড়ে ৬হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত হিলি স্থলবন্দরের চারমাথা মোড়, চেকপোস্ট সড়ক ও হিলি বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন তাদের এই জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ হিলিতে অভিযান চালানো হয়। এসময় খাদ্যপন্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রন এর দায়ে ইয়ামি হোটেল আ্যন্ড রেস্টুরেন্ট, স্বপন হোটেল আ্যন্ড রেস্টুরেন্টকে দুহাজার পাচশত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মুল্যতালিকা না টাঙানোর দায়ে লিজামনি হোটেলকে এক হাজার,পণ্যের মোড়ক ব্যবহার না করার দায়ে মোস্তাকিম স্টোরকে একহাজার,মেয়াদ উত্তির্ন ঔষধ বিক্রির দায়ে সাদমান ফান্মের্সিকে একহাজার,প্রদর্শিত দামের চেয়ে বেশী দামে বিক্রির দায়ে একহাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ৬টি প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এমআই