অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর :
জাতীয়তাবাদী দলের ঘরানায় রায়পুরের দক্ষিণ চর বংশীতে ত্যাগী ও কর্মীবান্ধব নেতা হিসেবে যার নাম সর্বাগ্রে উচ্চারিত হয় তিনি হারুনুর রশিদ হাওলাদার।
১৯৮৯ সালে ওয়ার্ড ছাত্রদলের সভাপতির মধ্যো দিয়ে রাজনীতি শুরু করে পরবর্তীতে ১৯৯৩ সালে যুবদলের সভাপতি হন। ২০০১ সাল থেকে অদ্যবদি দীর্ঘ দুই যুগের বেশি সময় ইউনিয়ন বিএনপি'র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হারুনুর রশিদ হাওলাদার। বর্তমানে রায়পুর উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাঠ পর্যায়ে দলকে সুসংগঠিত করতে যিনি নিরলস ভাবে অক্লান্ত পরিশ্রম করছেন তিনি কখনো দলের দুর্দিনে পিছপা হননি। বিরোধী দলীয় বা কারো দেখানো আকাশচুম্বী সুযোগ গ্রহণ করেননি বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারেক জিয়ার নির্দেশে ও জাতীয়তাবাদ বুকে পোষণ করে সময় অসময়ে মাঠে সক্রিয় ছিলেন।
হারুনুর রশিদ হাওলাদার রায়পুর উপজেলা বৃহত্তর বংশীর দক্ষিণ চরবংশীর ওয়ার্ড (বর্তমানে ওই ওয়ার্ডই ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন) পর্যায়ে নেতৃত্ব দানের মধ্য দিয়ে প্রথমে ইউপি সদস্য নির্বাচিত হন। এরপর দুই দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠতার সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে নাগরিক সেবা নিশ্চিত করেন।
চরচরাঞ্চলের নিরীহ মানুষের পাশে থেকে জনসেবা করে হারুনুর রশিদ হাওলাদার গণমানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেন। বিগত সরকারের সময় হারুনুর রশিদ হাওলাদার নিজ গ্রাম মা মাটি ছেড়ে কোথাও যাননি।চরচরাঞ্চলেরবপাশেইবছিলেন। তিনি নানা অত্যাচার নিপীড়ন হয়রানী হওয়ার পরেও কিবা কারো রক্ত চক্ষুর ভয়ে পালিয়ে যাননি।
রায়পুরে জনবান্ধব বিএনপি নেতা হারুন হাওলাদার স্বৈরাচার সরকারের নির্যাতনেও এলাকা ছেড়ে যাননি।
মা মাটি মানুষের প্রেম বুকে ধারণ করে তিনি এলাকায় রয়েছেন আবারো গণমানুষের সেবা করার লক্ষ্যে।
এমআই