ফরিদপুর প্রতিনিধি:
ভবন নির্মানের সময় দলীয় পরিচয়ে বার বার চাঁদা নিতে এসে ব্যর্থ হওয়ায় ভবনের মালিককে একাধিকবার মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে বোয়ালমারীর আওয়ামী লীগ নেতা এস এম রব্বানীর বিরুদ্ধে।
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় পৌরসভার মো. বাশারুল বারীর ভবন নির্মাণকে কেন্দ্র করে কয়েক বছর যাবত কৌশলে চাঁদা দাবি করে আসছিল বোয়ালমারীর কথিত আ.লীগ নেতা রব্বানী ও তার সন্ত্রাসী বাহিনী। একাধিকবার চাঁদা নিতে এসে স্থানীয়দের তোপের মুখে ব্যর্থ হওয়া শুরু হয় তার মামলাবাজি।
জানা যায় গত, ১০ নভেম্বর ২০২২ ইং সালে মো. বাশারুল বারী তার নিজ নামীয় ৪৯নং আলফাডাঙ্গা মৌজার ২৪৯ নং দাগের জমিতে বহুতল ভবন নির্মান কাজ শুরু করলে এস এম রব্বানী ও কয়েকজন সন্ত্রাসী বাহিনী এসে বাশারুল বারীর নির্মাণাধীন ভবনের সামনে হাজির হয়। এসময় ভবনের কাজে বাধা দেয় এবং গোপনে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। বাশারুল বারী এবং স্থানীয়রা এবিষয়ে প্রতিবাদ করলে রাশারুলের বিরুদ্ধে উপজেলা ভূমি আইনে একটি মিথ্যা মামলা এবং আলফাডাঙ্গা পৌরসভা বরাবর অভিযোগ দায়ের করে রব্বানী।
এ ব্যাপারে ভবনের মালিক বাশারুল বারী জানান, রব্বানী মূলত একজন চাঁদাবাজ ও চিটার ধরনের লোক। কৌশলে মানুষের কাছ থেকে টাকা নেওয়াই তার কাজ। টাকা না পেলে মামলা দিয়ে হয়রানী করে। আমার বিরুদ্ধে আদালতে এবং পৌরসভায় যে মিথ্যা অভিযোগ দিয়েছে তা গত ২৭.১০.২০২৪ ইং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৪৪ ধারা মামলাটি খারিজ করে এবং গত ২৮.০৪.২০২৪ ইং তারিখে আলফাডাঙ্গা পৌরসভার মেয়র গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিতিতে বিষয়টি সুষ্ঠ সমাধান করে দিয়েছেন। আমি কয়েক বছর ধরে আমার ভবনের কাজ করতে পারছি না। এতদিন আওয়ামীলীগের পরিচয় দিয়ে আমাকে অত্যাচার করেছে এখন হয়রানি করছে মামলা দিয়ে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার চাই।
স্থানীয় মো. শহিদুল ইসলাম জানান, রব্বানী আমাকেও হয়রানি করেছিল। জোর করে আমার এখানেও স্থাপনা করতে চেয়েছিল। বাশারুল বারী আমার প্রতিবেশী। উনাকে রব্বানী দীর্ঘদিন ধরে অহেতুক হয়রানী করে আসছে। এধরনের মামলাবাজ লোকদের আইনের আওতায় এনে বিচার করা উচিত।
এ ব্যাপারে আ. জলিল মিয়া জানান, এ ধরনের লোক যে দল ক্ষমতায় থাকে তাদের চাটুকারিতা করে মানুষকে হয়রানীসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে। রব্বানী খারাপ প্রকৃতির লোক। সে অনেক আগে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী। এধরনের লোকের প্রকৃত মুখোশ উন্মোচন করে প্রশাসনের বিচার করা উচিত।
এ ব্যাপারে অভিযুক্ত এস এম রব্বানীর কথা হলে তিনি জানান, আমাদের আসলে জমি জমা নিয়ে দ্বন্দ্ব। আশা করি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।
কে এই রব্বানী ? :
সরেজমিনে গিয়ে জানা যায়, এস এম রব্বানী মূলত বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোকাদ্দেস হোসেন। পেশায় তিনি ব্যবসায়ী পরিচয় দিলেও মূলত বিভিন্ন সময় বিভিন্ন দলের মতাদর্শে থেকে মাদক ব্যবসায় ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত রব্বানী।
মিথ্যা মামলা ও সংবাদের প্রতিবাদ :
এদিকে এস এম রব্বানির মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাশারুল বারী। গত বৃহস্পতিবার ( ২ রা জানুয়ারি ) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ অফিস সংলগ্ন একটি ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় স্থানীয় ব্যবসায়ী ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমআই