হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্তবর্তী গ্রাম চুরিপট্টি এলাকায় আভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল, নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ি এক যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
আটককৃত যুবক হিলি’র চুরিপট্টি এলাকার জিলাপিপট্টি’র শের আলীর ছেলে ইব্রাহিম হোসেন (২০)।
রোববার দুপুরে হাকিমপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিকে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।
হাকিমপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিল জানান, চুরিপট্টি এলাকার জিলাপিপট্টির একটি বাড়িতে বেশ কিছু ফেন্সিডিল মজুদ রাখা হয়েছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় ওই বাড়িতে গোপনে লুকিয়ে রাখা ১৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২৯৯ পিচ নেশা জাতীয় ইনজেকশন (অ্যাম্পল) উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম নামের এক যুবককে আটক করা হয়।
আটককৃত ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।