এহসান রানা, ফরিদপুর:
ফরিদপুর পৌর সুপার মার্কেটের নবনির্মিত ভবনে দোকানের পজিশন বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ও ৭ বছরেও দোকান বুঝে না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন ওই মার্কেটের ওষুধ ব্যবসায়ীগণ।
রোববার (০৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এ সম্মেলন করে ভুক্তভোগী ব্যবসায়ীরা।
এ সময় তারা ইতোপূর্বে সম্পাদিত চুক্তিনামা লংঘন করে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে অন্যায়ভাবে পজিশন বরাদ্দ সহ নানা অনিয়মের অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলাউল হোসেন তনু।
এ সময় পৌর সুপার মার্কেটের ওষুধ ব্যবসায়ীগণ ছাড়াও জেলা ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা জানান, তাদের দাবি মেনে নেয়া না হলে ১৩ জানুয়ারি থেকে ধর্মঘট পালন করা হবে।
এমআই