মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুট বন্ধ, মাঝ নদীতে আটকা ৪ ফেরি

সোমবার, জানুয়ারী ৬, ২০২৫
কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুট বন্ধ, মাঝ নদীতে আটকা ৪ ফেরি

জেলা প্রতিনিধি:
 
ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকে আছে চিত্রা, ধানসিঁড়ি, খানজাহান আলী ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের চারটি ফেরি।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ৬টা ১০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি বন্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

আর মাঝনদীতে আটকে আছে চারটি ফেরি। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় এ নৌপথে ফেরি চলাচল শুরু হবে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল