বুধবার, জানুয়ারী ৮, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক:
সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর ফলে অবসান হচ্ছে তার দীর্ঘ নয় বছরের শাসন। ট্রুডো সরে দাঁড়ানোর পর পরবর্তী নেতা কে হবেন, না নির্বাচনে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশটির শাসক দল লিবারেল পার্টি। নেতৃত্বের দৌড়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজনের নাম আলোচনায় উঠে এসেছে।
লিবারেল সরকারের একজন পরিচিত মুখ, সাবেক উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে ট্রুডোর প্রধান উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে। ইউক্রেনীয় বংশোদ্ভূত ফ্রিল্যান্ড কানাডার অর্থনীতিতে মহামারি-পরবর্তী পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সম্প্রতি প্রকাশ্যে ট্রুডোর সমালোচনা করে পদত্যাগ করেন ফ্রিল্যান্ড। এতে সরকারের ওপর চাপ বেড়ে গিয়েছিল।
ব্যাংক অব কানাডা এবং ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি নেতৃত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন। জলবায়ু পরিবর্তন এবং অর্থনীতি বিষয়ে অভিজ্ঞ কার্নি রাজনীতিতে নতুন মুখ হলেও তার দক্ষতা তাকে নেতৃত্বের দৌড়ে শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরেছে।
আনিতা আনন্দ
কানাডার বর্তমান পরিবহনমন্ত্রী আনিতা আনন্দ একজন উচ্চাকাঙ্ক্ষী নেতা হিসেবে পরিচিত। করোনাভাইরাস মহামারির সময় টিকা সংগ্রহে তার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে এই দৌড়ে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে।
ফ্রাঁসোয়া-ফিলিপ শাঁপেন
উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শাঁপেন একজন ব্যবসায়িক বিশেষজ্ঞ। কুইবেক প্রদেশ থেকে আসা এই নেতা নির্বাচনে কেন্দ্রীয় ভূমিকা নিতে পারেন।
পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি কানাডার কূটনৈতিক অঙ্গনে পরিচিত একটি নাম। ইউক্রেন যুদ্ধ এবং ভারত-কানাডা কূটনৈতিক সংকট মোকাবিলায় তার সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে।
ট্রুডোর ঘনিষ্ঠ মিত্র ডমিনিক লেব্লাঁ একজন অভিজ্ঞ রাজনীতিক। দীর্ঘ দুই দশকের সংসদীয় অভিজ্ঞতা তাকে নেতৃত্বের জন্য যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ব্রিটিশ কলম্বিয়ার সাবেক প্রধান ক্রিস্টি ক্লার্ক ট্রুডোর অন্যতম সমালোচক হিসেবে পরিচিত। ফরাসি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে তিনি জাতীয় নেতৃত্বের জন্য প্রস্তুত হচ্ছেন বলে জানা গেছে।
সময় জার্নাল/এলআর