মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দিনাজপুরে আব্দুর রাজ্জাক নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত আব্দুর রাজ্জাক দিনাজপুর সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক ছিলেন।
শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) সকালে দিনাজপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক (দপ্তরের চলতি দায়িত্ব প্রাপ্ত) ইঞ্জিনিয়ার মোঃ শাহজালাল স্বাক্ষরিত এক পত্রে তাকে এই বহিষ্কারের নির্দেশ দেয়া হয়।
ওই পত্রে বলা হয়, "সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলা হাতে ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাককে হলো। একই সাথে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান হলো।"
"দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউর রহমান রেজা এবং সাধারণ সম্পাদক আবুজার সেতু এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। বিষয়টি দলীয় ও সর্বসাধারনের জ্ঞাতার্থে অবহিত করা হলো।"
এমআই