জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম (৪২) নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার রওশন শিমুলবাড়ী গ্রামের মৃত কাচু মামুদের ছেলে শফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেজুরেরতল এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেফতার করে। অভিযানের সময় একটি অটোরিকশায় পরিবহনের সময় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, গ্রেফতারকৃত শফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই সফল অভিযানের জন্য ফুলবাড়ী থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
এমআই