মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল দশটায় এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষার্থীরা নতুন দেশ গড়তে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা ও কর্মশালায় অংশগ্রহণ করে।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে গ্রুপে নিজেদের মধ্যে বৈষম্য মুক্ত দেশ গড়তে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরে এবং জুলাই গনহত্যার নির্মমতা চিত্রে ফুটিয়ে তোলে।
কর্মশালা শেষে স্থানীয় সংগীত শিল্পী এবং শিক্ষার্থীরা দেশীয় লোকোসংগীত পরিবেশন করে।
কুলকাঠি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ভৈরবপাশা ইউনিয়নের প্রশাসক অহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মোল্লারহাট ইউনিয়নের প্রশাসক মো. আল আমীন মোল্লা, নলছিটি পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনসাধারণ।
সকাল দশটায় শুরু হওয়া এই কর্মশালা নানান আয়োজনের মধ্য দিয়ে দুপুর আড়াইটায় সমাপ্তি ঘোষণা করা হয়।
এমআই